শীতের সকালে রমনায় আলোর ছটা

কুয়াশার চাদর ভেদ করে আলোকরশ্মি তির্যকভাবে পড়ছে। কুয়াশাচ্ছন্ন সকালে প্রাতর্ভ্রমণে বের হওয়া মানুষেরা এই সৌন্দর্য উপভোগ করছেন যে যার মতো। শুক্রবার ছুটির দিনে পরিবার নিয়ে অনেকেই এসেছেন পার্কে। ভোরের আগেই যোগব্যায়ামে মগ্ন হয়েছে কয়েকটি দল। রমনা পার্কের টুকরা দৃশ্যগুলো গতকাল শুক্রবার তোলা।

যোগব্যায়ামে মগ্ন তাঁরা। আলোকরশ্মি ছড়িয়ে পড়ছে চারদিকে
যোগব্যায়ামে মগ্ন তাঁরা। আলোকরশ্মি ছড়িয়ে পড়ছে চারদিকে
শুরু হয়েছে শারীরিক নানা কসরত
৩. গাছের ফাঁক গলে আসছে আলোর রশ্মি।
শীতের সময় রমনা পার্ক যেন আরও মোহনীয় হয়ে ওঠে
দুই শিশুর ব্যাডমিন্টন খেলা
শিশিরভেজা ঘাসের ওপর বিড়ালের উঁকিঝুঁকি
স্কেটিংয়ে শিশুর কসরত
দল বেঁধে মর্নিংওয়াক
একতারা হাতে বাউলের গান
গাছের ফাঁকে আলো পড়েছে। সেখানে একদল শিশু তায়কোয়ান্দো শিখতে ব্যস্ত