সারা দেশে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে আজ রোববার। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশু বিনা মূল্যে এক ডোজ টিকা পাবে। জন্মসনদ নেই, এমন শিশুরাও এই টিকা পাবে। মাসব্যাপী এই টিকা প্রদান কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
