আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমা। আজ রোববার সকালে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। এ সময় ইজতেমায় আগত হাজারো মুসল্লির ‘আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীর এবং আশপাশের এলাকা। দুহাত তুলে তাঁরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
