ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমা। আজ রোববার সকালে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। এ সময় ইজতেমায় আগত হাজারো মুসল্লির ‘আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীর এবং আশপাশের এলাকা। দুহাত তুলে তাঁরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

কুয়াশার মধ্যে ট্রেনে করে ইজতেমা ময়দানে আসছেন মুসল্লিরা।
কুয়াশার মধ্যে ট্রেনে করে ইজতেমা ময়দানে আসছেন মুসল্লিরা।
আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগতীরের ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় মানুষের ঢল।
অভিভাবকের কাঁধে চড়ে ইজতেমা ময়দানে আসছে শিশুটি।
সকাল ৯টা ১১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়।
মুসল্লিদের কারও চোখ বন্ধ, কারও দৃষ্টি সুদূরে প্রসারিত, কারও সজল চোখ। দুই ঠোঁটের ফাঁক গলে শুধু বেরিয়ে আসছিল ‘আমিন, আমিন’ ধ্বনি।
অভিভাবকের সঙ্গে মোনাজাতে অংশ নেয় শিশুটিও।
মোনাজাতে অংশ নেন রাজধানী ঢাকা, আশপাশের এলাকাসহ দূরদূরান্তের হাজারো মুসল্লি।
মুসলিম উম্মাহর শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।
হাজারো মুসল্লির অংশগ্রহণে মোনাজাতের মাধ্যমে শেষ হয় মাওলানা জোবায়েরের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমা।
মোনাজাতের সময় কিছু লোক হঠাৎ আতঙ্কগ্রস্ত হয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। এতে কয়েকজন আহত হন।
মোনাজাত শেষে ট্রেনে করে বাড়ি ফিরছেন মুসল্লিরা।