বয়লারে ধান সেদ্ধ করার পর তা শুকানো হয়ে চাতালে। আবহাওয়া শুষ্ক থাকলে, বাইরে রোদ থাকলে তবেই ধান সেদ্ধসহ শুকানোর কাজটি করা হয়। এ কাজ করতে দিনভর ব্যস্ত থাকতে হয় চাতালশ্রমিকদের। চাতালে নারী-পুরুষ উভয় ধরনের শ্রমিকেরাই কাজ করেন। তবে পুরুষেরা মজুরি বেশি পান, দৈনিক ৫০০ টাকা করে। নারী শ্রমিকদের মজুরি ৩০০ টাকা। খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরের একটি চাতালে ধান সেদ্ধ ও শুকানোর নানা দৃশ্য নিয়ে ছবির গল্প।