ছয় ঋতুর এই দেশে প্রতিটি ঋতুতে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায় চলনবিলকে। বর্ষায় থই থই জলরাশি থাকলেও শরৎকালে বিল অনেকটাই শান্ত রূপ ধারণ করে। ছুটির দিনগুলোতে এখানে ভ্রমণপিপাসুদের ভিড় জমে। পর্যটকেরা চলনবিলের সৌন্দর্যে অভিভূত হন। চলনবিলের পাবনা জেলা অংশের কিছু ছবি নিয়ে আজকের ছবির গল্প।
