কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা

আজ অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটিতে হাজারো মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আজ ভোর থেকেই প্রভাতফেরি করে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

প্রভাতফেরিতে খালি পায়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসছেন ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরা
প্রভাতফেরিতে খালি পায়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসছেন ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরা
বর্ণমালা নিয়ে প্রভাতফেরিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্যরা
হাজারো মানুষের পদচারণে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ
স্কুল থেকে শিশুশিক্ষার্থীরা এসেছে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…’ গানটি গাইতে গাইতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন উদীচীর সদস্যরা
চার বছরের অগ্নিবীণা বাবার কাঁধে চড়ে এসেছে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে
পোশাকে একুশের আবহ
বিএনসিসির সদস্যরা শহীদ মিনার প্রাঙ্গণ সাজাচ্ছে ফুলে ফুলে
অনেক শিশুর গালে আঁকা হয় শহীদ মিনার
শহীদবেদিতে ফুল দিতে এসে দুই বোনের খুনসুটি
লাল শাড়ি পরে বাবার সঙ্গে শহীদ মিনারে এসেছে ছেফারিহা মরিয়াম
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন এক বিদেশি নারী
ফুলে ফুলে ভরে উঠেছে শহীদবেদি