দেশে আলু উৎপাদনের অন্যতম একটি কেন্দ্র বগুড়া। সেখানে এখন বিস্তীর্ণ মাঠজুড়ে চলছে আলু তোলার কর্মযজ্ঞ। দেশি, পাকরি, গ্র্যানুলা, সানসাইন, ডায়মন্ড, কার্ডিনালসহ নানা জাতের আলু চাষ করা হয়েছে বগুড়ায়। খেত থেকে আলু তোলার ধুম লেগেছে পুরো জেলায়। এই ছবিগুলো সম্প্রতি বগুড়ার শাজাহানপুর উপজেলার গয়নাকুড়ি ও কাজলগৌরী গ্রামে তোলা।
