পাহাড়ে আউশ ধান কাটার ধুম শুরু হয়েছে। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের বেতছড়া মুখ পাড়া এলাকায় সোনালি পাকা আউশ ধান কেটে ঘরে তোলার মৌসুম চলছে। পাকা ধানের গন্ধে মেতে উঠেছে খেতগুলো। খেতের মাঠে কৃষকের ব্যস্ততা সীমাহীন। কেউ পাকা ধান কাটছেন, কেউবা মাড়াইয়ে ব্যস্ত। নারী-পুরুষ মিলে সেই ধান ঘরে তুলছেন। মাড়াই শেষে খোলায় ধান শুকাতে ব্যস্ত সবাই।