গত এক দশকে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করলেও চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এখনো পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করতে পারেনি ওয়াসা। পানি নিয়ে চলমান দুর্ভোগের সূত্রপাত গত শনিবার রাতে। ‘বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের কাজ চলাকালে ওয়াসার পাইপলাইন ফুটো হয়ে যায়। এ কারণে নগরজুড়ে পানির সরবরাহ বন্ধ হয়ে তীব্র সংকট দেখা দেয়। পানিসংকট চরম পর্যায়ে পৌঁছানোয় ক্ষুব্ধ নগরবাসী ওয়াসার ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান। বাধ্য হয়ে অনেকেই কেনা পানি দিয়ে রান্নাবান্না, ধোয়ামোছা ও গোসলের কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি গভীর নলকূপ থেকে পানি সংগ্রহ করতে বিভিন্ন ভবনের সামনে দীর্ঘ লাইন দেখা যায়।