Thank you for trying Sticky AMP!!

আব্রাহামদের মাঠে গোধূলি নামে

দিগন্তে মিশেছে চাষের মাঠ। কদিন আগেই তরমুজ চাষ হয়েছে মাঠে, হয়েছে ধানের চাষ। তবে মাঠে এখন কোনো ফসল নেই। সারা দিন গরুগুলো ঘাস খায়, পাশে গরুগুলোকে নজরে রাখে তাদের মালিকেরা। খরতাপে যেন সব পুড়ে যেতে চায়, কিন্তু সবুজ তা হতে দেয় না। গনগনে দুপুর শেষে একসময় নামে বিকেল, তারপর গোধূলিবেলা। আর তখন মায়ের সঙ্গে নিজেদের গরু বাড়িতে ফিরিয়ে নিতে মাঠে আসে ৮ বছরের আব্রাহাম। গোধূলির সঙ্গে খেলা শুরু হয় তার। ছবির গল্পের ছবিগুলো খুলনার বটিয়াঘাটা উপজেলার খেজুরতলা মাঠ থেকে তুলেছেন সাদ্দাম হোসেন

বিকেল হলেও সূর্যের তাপ কম নয়। আমলকী গাছের ছায়ায় বসে রাখালেরা।
মায়ের পিছু পিছু মাঠে এসেছে আব্রাহাম।
আব্রাহামদের দেখে খেলায় মেতেছে বাছুরটি।
গরুদের মধ্যে চলে যায় আব্রাহাম।
আবার মায়ের কাছে ছুটে যায় সে।
গোধূলির সঙ্গে যেন খেলছে আব্রাহাম।
পুরু ঘাসে হোঁচট খেল বুঝি। মুখের হাসি তেমনই।
কিছু দূরে আব্রাহামের প্রতিবেশী এসেছেন তাঁর গরু নিতে।
মাঠে হাঁটছেন আব্রাহামের মা।
বেলা শেষ হয়ে এল। মায়ের হাত ধরে বাড়ির পথ ধরেছে আব্রাহাম।
বাড়ির পথে আব্রাহামদের পিছু পিছু তাদের গরু। কাল আবার হবে গোধূলির সঙ্গে খেলা।