গ্রামে গ্রামে ডিসেম্বরের প্রথম সপ্তাহজুড়ে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। গ্রামের দিগন্তজুড়ে দেখা যায় সোনালি প্রান্তর। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গ্রামে গ্রামে ধান কাটা নিয়ে এই ছবির গল্প
সাবিনা ইয়াসমিনঢাকা
খেতে ধান কাটায় ব্যস্ত কৃষক
বিজ্ঞাপন
দিগন্তজুড়ে সোনালি ফসল
বিজ্ঞাপন
মাঠে মাঠে ধান কাটা ও নিয়ে যাওয়ার এমন দৃশ্য চোখে পড়েধান কাটা ও মাড়াইয়ের অনেক কাজই এখন মেশিনে হয়পাকা ধান তোলার কাজে ব্যস্ত নারীরাধান বোঝাই করে নিয়ে যাচ্ছেন একজনপুরুষের পাশাপাশি কাজ করছেন নারীরারাঙ্গাবালীজুড়ে এখন ধান কাটার দৃশ্যখেতের পাশেই রাখা হয়েছে ধানের স্তূপ