গ্রীষ্মের খরতাপে বাড়ে তালপাতার পাখার চাহিদা। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামের কারিগরেরা এখন তালপাতার পাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। গ্রামটির প্রায় ৪০টি পরিবারের দেড় শতাধিক মানুষ হাতপাখা তৈরি করে জীবিকা নির্বাহ করেন। জয়নগর গ্রামের তালপাতার পাখার কারিগরদের নিয়ে ছবির গল্প।