তালপাতার পাখা তৈরিতে ব্যস্ততা

গ্রীষ্মের খরতাপে বাড়ে তালপাতার পাখার চাহিদা। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামের কারিগরেরা এখন তালপাতার পাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। গ্রামটির প্রায় ৪০টি পরিবারের দেড় শতাধিক মানুষ হাতপাখা তৈরি করে জীবিকা নির্বাহ করেন। জয়নগর গ্রামের তালপাতার পাখার কারিগরদের নিয়ে ছবির গল্প।

তালপাতা কেটে পাখার আকার দেওয়া হচ্ছে।
তালপাতা কেটে পাখার আকার দেওয়া হচ্ছে।
পাখা তৈরির জন্য বাঁশের উপকরণ প্রস্তুত করা হচ্ছে।
পানিতে ভেজানো তালপাতা রোদে শুকানো হচ্ছে।
পাখার আকৃতি দেওয়ার পর পাতার মধ্যে কাঠি ঢুকিয়ে রাখা হয়েছে।
আঙিনায় বসে পাখা তৈরি করছেন কয়েকজন।
পাখায় বাঁশের তৈরি হাতল যুক্ত করছেন দুই নারী।
মনোযোগ দিয়ে হাতপাখা তৈরি করছেন এক নারী।
পাখার আকার নিখুঁত করতে বাড়তি অংশ কেটে নিচ্ছেন একজন।
বিক্রির জন্য হাতপাখা সাজিয়ে রেখেছেন বিক্রেতা।