গলদা চিংড়ির রেণু আহরণ

খুলনা বটিয়াঘাটা উপজেলার জলমা এলাকার বাসিন্দাদের অনেকে কাজীবাছা নদী থেকে গলদা চিংড়ির রেণু আহরণ করেন। একধরনের অতি ক্ষুদ্র ছিদ্রবিশিষ্ট জাল দিয়ে রেণু আহরণ করা হয়। এ সময় চিংড়ির পাশাপাশি নদীতে থাকা সব ধরনের মাছের পোনা ও লার্ভা উঠে আসে জালে। পরে সেগুলো থেকে বাছাই করে গলদা চিংড়ির রেণুগুলো সংরক্ষণ করা হয়। সম্প্রতি কাজীবাছা নদীতে গলদা চিংড়ির রেণু আহরণের বিভিন্ন চিত্র নিয়ে আজকের এ ছবির গল্প।

ভাটার অপেক্ষায় নদীর তীরে বসে আছেন রেণু আহরণকারীরা।
ভাটার অপেক্ষায় নদীর তীরে বসে আছেন রেণু আহরণকারীরা।
জাল নিয়ে রেণু আহরণের প্রস্তুতি নিচ্ছেন একজন।
নোনাপানি ও বালু থেকে পা বাঁচিয়ে রাখতে মোজা পরেছেন একজন।
নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন এক নারী।
স্থানীয় লোকজন নদীতে গলদা চিংড়ির রেণু আহরণ করছেন।
গলাসমান পানিতে জাল টানছেন একজন।
একজন নারী জাল টানা শেষ করে নদী থেকে তীরে উঠছেন।
জালে ধরা পড়া রেণু আলাদা করা হচ্ছে।
জাল টানা শেষে কূলে উঠেছেন।