বাজারে আসছে কাঁচা তাল

বৈশাখ-জ্যৈষ্ঠ মাস ফলের মাস। এই সময়ে আম, জাম, কাঁঠাল, লিচুর পাশাপাশি কাঁচা তালের শাঁস প্রিয় মানুষের কাছে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে বাজারে আসতে শুরু করেছে এই কাঁচা তাল। আকার অনুসারে পাইকারিতে প্রতিটি তাল বিক্রি হচ্ছে ৫ থেকে ১৫ টাকা দামে। দেখেশুনে সেই তাল বিক্রির জন্য কিনে নিচ্ছেন খুচরা বিক্রেতারা। চাঁদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী ও খুলনা থেকে বেশি আসে এই কাঁচা তাল। আর একটু গরম পড়লে বেচাকেনা আরও জমজমাট হবে বলে জানান বিক্রেতারা

কেনার জন্য স্তূপ থেকে তাল দেখছেন একজন
কেনার জন্য স্তূপ থেকে তাল দেখছেন একজন
মোটরসাইকেলে করে তাল নিয়ে যাচ্ছেন একজন
সড়কে পড়ে থাকা ছোট তাল পেয়ে খুশি দুই শিশু
তাল কাটছেন একজন
তালের শাঁস দেখাচ্ছেন একজন
গাড়ি থেকে দরদাম করছেন একজন ক্রেতা
ক্রেতাদের তালের শাঁস দেখাচ্ছেন একজন বিক্রেতা
কেনার পর ভ্যানে তোলা হচ্ছে কাঁচা তাল
তালের বাজারে ব্যস্ত শ্রমিক
বাজারে আসছে সুদৃশ্য তাল