সদ্য কেটে নেওয়া বোরো ধানের খেত। খেতে পড়ে থাকা ধান থেকে চারা গজিয়েছে। সেখানে খাবারের খোঁজে ছুটে বেড়াচ্ছে এক ঝাঁক খয়রা কাস্তেচরা পাখি। অগভীর জলাভূমি ও ঝোপঝাড়ের কাছাকাছি থাকে এই পাখি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবছর পরিযায়ী পাখি হিসেবে তাদের দেখা পাওয়া যায়। পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে খয়রা কাস্তেচরা পাখি। বগুড়ার শেরপুর উপজেলার সিরাজনগর গ্রামের মাঠে পরিযায়ী কাস্তেচরা পাখি নিয়ে ছবির গল্প
