বর্ষার চলনবিল

বর্ষায় চলনবিলের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার আটটি উপজেলার ১ হাজার ৬০০ গ্রাম নিয়ে চলনবিলের বিস্তৃতি। চলনবিল আসলে বেশ কয়েকটি ছোট ছোট বিলের সমষ্টি। বর্ষাকালে সব কটি বিল মিলেমিশে একাকার হয়ে বিরাট জলাশয়ে রূপ নেয়। কোথাও কোথাও এর গভীরতা দাঁড়ায় দুই থেকে চার মিটার পর্যন্ত। নদী–নালার উজানের পানির সঙ্গে বিলের পানিও চলতে থাকে বলে এর নাম হয়েছে চলনবিল। বর্ষায় চলনবিলের রূপ নিয়ে ছবির গল্প।

চলনবিলে হাঁসের দল।
চলনবিলে হাঁসের দল।
বৃষ্টি ঝরিয়ে বর্ষার আগমনে চলনবিলে পানি বাড়তে শুরু করেছে। বিলের ভেতর দিয়ে যাতায়াতের জন্য পথের ধারে বেঁধে রাখা নৌকা।
নতুন আসবাব কিনে নৌকায় চলনবিল পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন এক নারী।
গরু চরিয়ে বিলের ভেতর দিয়ে পানি মাড়িয়ে ফিরছেন এক কৃষক।
বর্ষাকালে চলনবিলের সৌন্দর্য উপভোগ করতে অনেকে সেখানে বেড়াতে আসেন। দর্শনার্থীর আশায় নৌকা নিয়ে বসে আছেন এক মাঝি।
বর্ষায় চলনবিল এলাকায় যাতায়াতের বড় মাধ্যম এই নৌকা।
নৌকা ভরে বিল থেকে তুলে আনা হয়েছে কচুরিপানা, গবাদিপশুকে এগুলো খাওয়ানো হবে।
চলনবিলে শিশু–কিশোরদের দুরন্তপনা।