চট্টগ্রামে সড়ক অবরোধে দুর্ভোগ, পরে সংঘর্ষ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদ এবং এ ঘটনার বিচারের দাবিতে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়ে সড়ক অবরোধ শুরু করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতা-কর্মীরা। এ সময় সড়কে লেগে থাকে যানজট। দুর্ভোগে পড়ে যাত্রী ও নগরবাসী। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল অবরোধকারী ব্যক্তিদের সড়ক থেকে সরে যেতে বলে। এ সময় অবরোধকারীদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে অবরোধকারীরা ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে অবরোধকারী ব্যক্তিদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনীর একটি দল। চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়ে অবরোধ, ভোগান্তি ও সংঘর্ষের চিত্র নিয়ে ছবির গল্প

অবরোধ করায় মুরাদপুর মোড়ে যানজট তৈরি হয়
অবরোধ করায় মুরাদপুর মোড়ে যানজট তৈরি হয়
সড়কের ওপর পাথর ফেলে অবরোধ করা হয়
পুলিশের দিকে ইটপাটকেল ছোড়েন অবরোধকারীরা
সাউন্ড গ্রেনেড ছুড়ে অবরোধকারী ব্যক্তিদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ
কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ
অবরোধকারীদের ধাওয়া দেয় পুলিশ
অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন ওই পথ দিয়ে চলাচলকারীরা
অবরোধকারী একজনকে আটক করে নিয়ে যায় পুলিশ