ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী ঢাকায় গতকাল রোববার রাত থেকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি কখনো বাড়ছে, কখনো কমছে। সঙ্গে রয়েছে ঝোড়ো বাতাস। বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে পানি জমে গেছে। ফলে ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী। ছবিতে থাকছে রাজধানীতে রিমালের প্রভাব।
প্রথম আলো ডেস্ক
সড়ক বিভাজকের একটি গাছ উপড়ে প্রাইভেট কারের ওপর পড়েছে। সকাল ১০টায়, জসীমউদ্দীন সড়ক, উত্তরা
বিজ্ঞাপন
সড়কে আড়াআড়িভাবে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিকেল সাড়ে চারটা, গ্রিন রোডভারী বৃষ্টিতে সড়কে জমেছে পানি। ফলে দোকান খুলতে পারেননি দোকানিরা। সকাল সাড়ে ১০টায়, নিউমার্কেট এলাকায়।
বিজ্ঞাপন
বৃষ্টিতে ছাতা মাথায় শিক্ষার্থীরা। বেলা ১১টায়, টোলারবাগ, মিরপুর।মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ। তাই স্টেশন ছেড়ে যাচ্ছেন যাত্রীরা। সকাল সাড়ে ৯টায়, উত্তরা উত্তর স্টেশনঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে সড়কে উপড়ে পড়েছে গাছ। সকাল ১০টায়, পাইকপাড়া, মিরপুরসড়কে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। সকাল সাড়ে ১০টায়, কারওয়ান বাজার এলাকাসড়কে জমা পানি পেরিয়ে চলছে রিকশা। বেলা ১১টায়, নিউমার্কেট এলাকাবৃষ্টির পানিতে তলিয়ে গেছে সড়ক। দুপুর ১২টায়, আলাউদ্দিন সড়ক, বংশাল। বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে যাচ্ছেন এক তরুণী। দুপুর ১২টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে দুর্ভোগে ক্রেতা-বিক্রেতারা। বেলা ১টায়, কারওয়ান বাজার এলাকাটানা বৃষ্টিতে বাজারের ভেতরের ব্যস্ত সড়কে জমে গেছে হাঁটুপানি। বেলা পৌনে ২টায়, কারওয়ান বাজার এলাকা