শীতের সবজির রঙে রঙিন বাজার

শীতের মৌসুম এলেই বদলে যায় উত্তরাঞ্চলের হাট–মাঠের চিত্র। বগুড়ার মহাস্থানগড় হাটসহ আশপাশের কৃষিজমিতে এখন চোখ যত দূর যায়, সবুজ আর সবজির সমারোহ। মাঠে মাঠে বাঁধাকপি, ফুলকপি, আলু, টমেটো—সবজির ভিড় যেমন চোখ জুড়ায়, তেমনি উৎপাদন বেশি হওয়ায় দামও নেমেছে অনেকটা। হাটে ও মাঠে ঠাসা শীতের সবজি নিয়েই এই ছবির গল্প।

বিক্রির জন্য খেত থেকে বাঁধাকপি তোলা হচ্ছে
বিক্রির জন্য খেত থেকে বাঁধাকপি তোলা হচ্ছে
এই সবজি যাবে ঢাকার বাজারে, তাই ট্রাকে তুলে দেওয়া হচ্ছে
হাটভরা ফুলকপি
আড়তে চলছে বাঁধাকপি কেনাবেচা
টুকটুকে লাল জাতের আলু
বাজারে উঠেছে নতুন জাতের আলু
আড়তে বিক্রির জন্য ভ্যানে করে আনা হয়েছে পেঁয়াজের কলি
নানা রঙের সবজিতে ভরা বাজার
মোকামে প্রতি মণ পাকা টমেটো বিক্রি হচ্ছে দুই হাজার টাকায়
কনকনে শীত উপেক্ষা করে জমে উঠেছে সবজির মোকাম