ঢাকা ও চট্টগ্রামে বর্ণাঢ্য রথযাত্রা

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে দেশব্যাপী রথযাত্রা হয়। ৯ দিন পর হবে উল্টো রথযাত্রা। এ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলি কীর্তন, ধর্মীয় নাটকসহ দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। উৎসবের মূল আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা ঘিরে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন আয়োজনের ছবি তুলেছেন দীপু মালাকার ও জুয়েল শীল।

ঢাকায় বর্ণিল শোভাযাত্রায় হাজারো মানুষ।
 ঢাকায় বর্ণিল শোভাযাত্রায় হাজারো মানুষ।
বাহারি পোশাক ও বাদ্যযন্ত্রে ‘মঙ্গলগান’ পরিবেশন।
মাথায় গৌর ও নিতাইয়ের মূর্তি নিয়ে রথযাত্রায় অংশ নেন এক ভক্ত।
পুরানা পল্টন এলাকায় রথযাত্রার শোভাযাত্রা এগিয়ে যেতে থাকে ভক্তদের সঙ্গী করে।
একই রকম শাড়ি পরে শোভাযাত্রায় অংশ নেওয়া একদল নারী।
রথযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।
রথ নিয়ে যাচ্ছেন ভক্তরা।
জগন্নাথদেবের বিগ্রহ নিয়ে যাওয়া হচ্ছে।
রথের দড়ি টানছেন ভক্তরা।
যজ্ঞ করা হয় ট্রাকের ওপর।