টিলার ঢালে ঝুঁকি নিয়ে বসবাস

সিলেট নগরে বেশ কিছু উঁচু টিলার ঢালে ঝুঁকি নিয়ে পরিবারসহ বসবাস করছেন মানুষ। প্রতিবছর বর্ষা মৌসুমে টিলাধসের ঝুঁকি বেড়ে যায়। এবার সিলেটের গোলাপগঞ্জ এলাকায় টিলাধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নগরের আখালিয়া মোহাম্মদিয়া এলাকা, রাইফেলস ক্লাবের ব্রাহ্মণশাসন টিলা ও বড়গুল এলাকায় টিলার ঢালে ঝুঁকি নিয়ে বসবাসের চিত্র নিয়ে ছবির গল্প। ছবিগুলো ২৬ মে তোলা।

টিলা কেটে বানানো হয়েছে বসতবাড়ি।
টিলা কেটে বানানো হয়েছে বসতবাড়ি।
কাটা হয়েছে টিলা, বানানো হয়েছে বসতবাড়ি।
টিলা কাটার পর গা ঘেঁষে বানানো হয়েছে শৌচাগার।
টিলার ঢালে ঝুঁকি নিয়ে বসবাস করছে বেশ কিছু পরিবার।
টিলার গায়ে টিনের ঘর।
টিলা কাটার পর একদম গা ঘেঁষে বানানো হয়েছে এমন ঘর।
টিলার ওপর দিয়ে এভাবে হাটাপথ ধরে যেতে হয় এসব বাড়িতে।
টিলার ঢালে বানানো হয়েছে টিনের ঘর। সেখানে বসবাস করছে মানুষ।
টিলা আর বসতঘর যেন মুখোমুখি। যেকোনো সময় টিলা ধসে পড়লে বিপদ।