সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার ‘কালীঘাট বাজার’। সুরমা নদী লাগোয়া এই বাজার পবিত্র রমজান উপলক্ষে আরও জমজমাট হয়ে ওঠে। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ভিড়ে বেচাকেনায় জমে ওঠে বাজার। সিলেটের বিভিন্ন উপজেলার ব্যবসায়ীরা এখান থেকে প্রয়োজনীয় পণ্য কিনে নিয়ে যান। জমজমাট কালীঘাট বাজার নিয়ে এই ছবির গল্প।