দুর্গম চরের অসহায় মানুষের পাশে ‘বন্ধুসভা'

শীতে তিস্তার দুর্গম চরের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বন্ধুসভার সদস্যরা। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও আইপিডিসি ফাইন্যান্সের সহযোগিতায় লালমনিরহাটের সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের প্রত্যন্ত মাঝেরচরে কম্বল বিতরণ করেছে রংপুর বন্ধুসভা। রংপুর ও লালমনিরহাট জেলার সীমানায় অবস্থিত হওয়ায় এই চরে সচরাচর সহায়তা কম পৌঁছায়।

কম্বলের বোঝা নিয়ে তিস্তার বালুচর পাড়ি দিচ্ছে ঘোড়ার গাড়ি। গন্তব্য দুর্গম মাঝেরচর।
কম্বলের বোঝা নিয়ে তিস্তার বালুচর পাড়ি দিচ্ছে ঘোড়ার গাড়ি। গন্তব্য দুর্গম মাঝেরচর।
দুর্গম পথ পাড়ি দেওয়ার একটাই লক্ষ্য—শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।
বিতরণের আগে শীতার্ত নারী-পুরুষদের সারিবদ্ধভাবে দাঁড়াতে সহায়তা করছেন বন্ধুসভার সদস্যরা।
একটু উষ্ণতার আশায় হতদরিদ্র শীতার্ত মানুষের কম্বলের জন্য অপেক্ষা।
বিতরণের জন্য কম্বল নিয়ে যাচ্ছেন বন্ধুসভার সদস্যরা।
একে একে সবার হাতে পৌঁছে দেওয়া হচ্ছে উষ্ণতার উপহার।
কম্বল পেয়ে এই বৃদ্ধার মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি।
নতুন কম্বল উঁচিয়ে ধরে আনন্দ প্রকাশ করছেন চরের বাসিন্দারা।
কম্বল নিয়ে বাড়ির পথে ফিরছেন চরের বাসিন্দারা।