একটু আগে হয়ে গেছে এক পশলা বৃষ্টি। বাড়ির পাশের ধান কাটা জমিতে জমেছে পানি। আকাশে ভাসছে মেঘের ভেলা। টানা কয়েক দিনের বৈশাখের খরতাপ শেষে এমন আবহাওয়ায় শিশু-কিশোরেরা আনন্দে মেতে ওঠে। কাদাজলে নেমে ফুটবল খেলায় মেতে ওঠে। ছবিগুলো গতকাল শনিবার সিলেট সদরের জিলকার হাওরসংলগ্ন চানপুর এলাকা থেকে তোলা