কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন সড়কে দুপুর থেকে শুরু হয় তীব্র যানজট। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন রাজধানীবাসীর। আজ বৃহস্পতিবার বিকেলে ছবিগুলো তোলা।
মৌচাক–মগবাজার উড়ালসড়কের দুই দিকেই যানজটে আটকে আছে শত শত যানবাহন
বিজ্ঞাপন
মগবাজার এলাকায় যানজট
বিজ্ঞাপন
মগবাজার মোড় এলাকায় উড়ালসড়ক ও সড়কে যানজটযানজটের মাঝে গাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলচালক ঢুকে পড়ায় গাড়িচালকের সঙ্গে বাগ্বিতণ্ডা। এফডিসির সামনের সড়কেমৌচাক–মগবাজার উড়ালসড়কের দুই দিকে যানবাহনের চাপ। নিচে এফডিসির সামনেও যানবাহনের চাপঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে এফডিসি র্যাম্প দিয়ে নামার মুখে যানবাহনের দীর্ঘ সারিএফডিসির সামনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও সড়কে তীব্র যানজটমগবাজার থেকে কাওরানবাজারের দিকে যাওয়া উড়ালসড়কে নেই যানবাহনের চাপ। কিন্তু গাড়ির জট পড়েছে পাশের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। নিচে সড়কেও যানজট। এফডিসির সামনের চিত্রনয়াবাজার–বাবুবাজার সড়কে যানজটবাবুবাজার সেতুর একদিকে যানবাহনের লম্বা সারি