ফুল ফাগুনে বসন্ত

ফুল ফাগুনে এল ঋতুরাজ বসন্ত। নতুন পাতা আর ফুলে ফুলে ছেয়ে গেছে গাছ। বসন্তের আগমনে নবপত্রপল্লবে শোভিত হয়ে উঠছে বনরাজি ও ফুলের বাগান। শিমুল-পলাশকে বলা হয় বসন্তের প্রতীক। বনপথে বসন্তের বনফুল—সেও এক অপরূপ বাংলার রূপ। এ সময় জীবনানন্দ দাশের ভাঁটফুলকে যে না দেখেছে, সে কখনো বুঝবে না যে জঙ্গলঝোপ আলো করার কী শক্তি রয়েছে বাংলার বনফুলগুলোর

ঝোপজঙ্গলে ফুটে থাকা ভাঁটফুল আলো ছড়াচ্ছে
ঝোপজঙ্গলে ফুটে থাকা ভাঁটফুল আলো ছড়াচ্ছে
বসন্তের ফুল পলাশ
সালভিয়া ফুলে ফড়িং
শিমুল ফুলে ফুলে ভরা গাছটি
চোখজুড়ানো স্টার ফুল
সুন্দর গোলাপ ফুল
ফুটে আছে পানাম ফুল
গাছে গাছে শোভা পাচ্ছে শজনে ফুল
চোখজুড়ানো হলুদ গাঁদা
গাছে গাছে আমের মুকুল
ঝুমকো লতার মতো ফুটেছে ফুল