পাবনায় অবৈধ ইটভাটা

পাবনা জেলার ৯টি উপজেলায় সরকারি হিসাবে ইটভাটা আছে ১৬৫টি। পরিবেশ অধিদপ্তরের তথ্য, এর মধ্যে ১৪১টি চলছে অবৈধভাবে। ইটভাটা মালিক সমিতি বলছে, জেলার ৯ উপজেলায় ইটভাটার সংখ্যা দুই শতাধিক। অনেক ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। ব্যবহার করা হচ্ছে টিনের চিমনি। এতে বিঘ্নিত হচ্ছে কৃষি উৎপাদন। ক্ষতি হচ্ছে পরিবেশের। জেলার বিভিন্ন ইটভাটা ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা।

ফসলি জমির পাশে ইটভাটার চিমনি থেকে উড়ছে ধোঁয়া। ভগীরথপুর, পাবনা।
ফসলি জমির পাশে ইটভাটার চিমনি থেকে উড়ছে ধোঁয়া। ভগীরথপুর, পাবনা।
কৃষিজমিতে স্থাপন করা ইটভাটায় ব্যবহার করা হচ্ছে টিনের চিমনি। পদ্মাঘাট, পাবনা।
ইটভাটায় বৈধ চিমনির পাশে ব্যবহার করা হচ্ছে কাঠ পোড়ানোর অবৈধ টিনের চিমনি। ভগীরথপুর, পাবনা।
টিনের চিমনিতে পোড়ানোর জন্য আনা হয়েছে কাঠ। দোকানি, পাবনা।
কাঠ পুড়িয়ে টিনের চিমনির ভাটায় তৈরি করা হচ্ছে ইট। চর ঘোষপুর, পাবনা।
পদ্মা নদীর তীর ঘেঁষে টিনের চিমনির অবৈধ ইটভাটা। পদ্মাঘাট, পাবনা।
নদীর ধারে ফসলি জমিতে বানানো হয়েছে টিনের চিমনির ইটভাটা। খটখটিপাড়া, ভাড়ারা, পাবনা।
টিনের চিমনিতে পোড়ানোর জন্য থরে থরে সাজিয়ে রাখা হয়েছে ইট। ভগীরথপুর, পাবনা।
কৃষিজমির কোল ঘেঁষে চলছে ইটভাটার কার্যক্রম। ফার্মপাড়া, চরবাঙ্গাবাড়ী, পাবনা।
টিনের চিমনির ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। হিমাইতপুর, পাবনা।
ইটভাটায় পোড়ানোর জন্য বাঁশের গোড়া এনে রাখা হয়েছে। ভাড়ারা, পাবনা।