মন ভালো করা ফুলের বাগান

‘সোনা ঝুড়ি’, ‘সোনালু’, ‘সোনাঝরা ফুল’—এমন সব বাংলা নামের সঙ্গে ‘গোল্ডেন শাওয়ার’ নামেও এই ফুলকে চেনেন অনেকে। নাম যা-ই হোক, শীতের শেষে বসন্তের আগমনী বার্তায় প্রকৃতি যখন নতুন রূপে সাজে, তখন লতানো গাছে ফোটা এই ফুলের জৌলুশ চারপাশ আলোকিত করে তোলে। রাঙামাটি সদর উপজেলার জীবতলীতে একটি রিসোর্টের বাগানে ফোটা ‘সোনা ঝুড়ি’ ফুল নিয়ে এই ছবির গল্প।

সবুজ পাতার ফাঁকে উঁকি দেওয়া অজস্র সোনাঝরা ফুল দেখে মনে হয়, প্রকৃতি নিজেই পাহাড়ে রঙের পসরা সাজিয়েছে
সবুজ পাতার ফাঁকে উঁকি দেওয়া অজস্র সোনাঝরা ফুল দেখে মনে হয়, প্রকৃতি নিজেই পাহাড়ে রঙের পসরা সাজিয়েছে
নীল আকাশের বিশাল ক্যানভাসে ডালপালা মেলে ফুটে থাকা এই ফুলগুলো প্রকৃতির এক অপরূপ দৃশ্য
বিকেলের সোনারোদ গায়ে মেখে ‘গোল্ডেন শাওয়ার’–খ্যাত ফুলগুলো যেন আরও উজ্জ্বল হয়ে চারপাশ আলোকিত করে রেখেছে
লতার আগায় ঝুলে থাকা ফানেল আকৃতির ফুলগুলো দেখলে মনে হয়, কেউ যেন প্রাকৃতিকভাবে ঝাড়বাতি সাজিয়ে রেখেছে
পাহাড়ের গায়ে এমন রঙিন ফুলের সমারোহ দেখে থমকে দাঁড়িয়ে মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন প্রকৃতিপ্রেমীরা
হ্রদের বাতাস আর ফুলের মৃদু দোলা প্রকৃতিপ্রেমীর মনে এক প্রশান্তির পরশ বুলিয়ে দেয়
ফুলের উজ্জ্বল–কমলা রঙের আড়ালে প্রকৃতিপ্রেমী পাহাড়ি তরুণী
পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত তরুণী আর বাগানভরা ফুলের হাসি মিলেমিশে একাকার হয়েছে
বাগানের গাছের ডালে ডালে দৃষ্টিনন্দন ফুল