‘সোনা ঝুড়ি’, ‘সোনালু’, ‘সোনাঝরা ফুল’—এমন সব বাংলা নামের সঙ্গে ‘গোল্ডেন শাওয়ার’ নামেও এই ফুলকে চেনেন অনেকে। নাম যা-ই হোক, শীতের শেষে বসন্তের আগমনী বার্তায় প্রকৃতি যখন নতুন রূপে সাজে, তখন লতানো গাছে ফোটা এই ফুলের জৌলুশ চারপাশ আলোকিত করে তোলে। রাঙামাটি সদর উপজেলার জীবতলীতে একটি রিসোর্টের বাগানে ফোটা ‘সোনা ঝুড়ি’ ফুল নিয়ে এই ছবির গল্প।
