ভোরের প্রথম আলো ফুটতেই খুলনা বিশ্ববিদ্যালয়ের সূর্যমুখীর বাগানটি যেন হলুদে হলুদে জেগে ওঠে। পুব আকাশমুখী ফুল, শিশিরভেজা পাপড়ি আর পাখি–মৌমাছির আনাগোনায় সেখানে তৈরি হয় এক শান্ত, রোদেলা সকাল। সেই ভোরের মুহূর্তগুলো নিয়েই এই ছবির গল্প।
সাদ্দাম হোসেন খুলনা
মসজিদের পাশের এই বাগানের সারি সারি গাছে ফোটা সূর্যমুখী ফুল পুব আকাশে তাকিয়ে আছে
বিজ্ঞাপন
রাতের শিশিরে ভেজা পাপড়িগুলো সূর্যের আলোর প্রথম স্পর্শ পাওয়ার অপেক্ষায়
বিজ্ঞাপন
বাগানে ফুল দেখতে এসেছে এক শিশুসূর্যমুখী ফুলে উড়ে বেড়াচ্ছে মৌমাছিশুধু মৌমাছি নয়, সূর্যমুখী বীজের খোঁজে উড়ে এসেছে টিয়াও উড়ে আসাদের দলে আছে ঘুঘুসূর্যমুখীর পরিপক্ব বীজের দেখা পেয়েছে এই ঘুঘুটিয়া পাখির নজরেও এসেছে পরিপক্ব বীজ, তাই এবার সেখানে দেবে উড়ালঅবশেষে ঘুঘুর স্থান দখল করে টিয়া পাখি খাচ্ছে সূর্যমুখীর বীজ