রেলস্টেশনে এসে যাত্রীদের যত ভোগান্তি

গতকাল সোমবার রাত থেকে কর্মবিরতিতে পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালায়েন্স ভাতা যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক–সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতার নিরসন না হওয়ায় এ আন্দোলন। এতে গতকাল মধ্যরাত ১২টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়। আজ মঙ্গলবার সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ না জেনে যাত্রীরা রেলস্টেশনে এসে বিপাকে পড়েন। যাত্রীদের ভোগান্তি নিয়ে মঙ্গলবার খুলনা রেলস্টেশনের চিত্র নিয়ে ছবিগল্প।

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পোস্টার স্টেশনের দেয়ালে, প্ল্যাটফর্মে
রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পোস্টার স্টেশনের দেয়ালে, প্ল্যাটফর্মে
কর্মবিরতির কথা জানতে পারেননি, তাই স্টেশনে আসছেন যাত্রীরা
ট্রেন নেই, স্টেশনে বসে আছেন কিছু যাত্রী
হতাশ হয়ে ফিরে যাচ্ছেন যাত্রী
ট্রেন ছাড়বে, তা ভেবে অপেক্ষা করছেন কিছু যাত্রী
খুলনার বিভিন্ন অঞ্চলে ধানের জমিতে কাজ শেষে নওগাঁয় বাড়িতে ফিরবেন ভেবে স্টেশনে এসেছিলেন এসব যাত্রী। এসে দেখেন ট্রেন চলবে না
অনেক যাত্রী না জেনে প্ল্যাটফর্মে যেতে চাইলে বাধা দেওয়া হয়
রেল কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে টিকিট ফেরত নেওয়ার কথা বললে টিকিট দিয়ে টাকা নিচ্ছেন যাত্রীরা