পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে প্রচণ্ড গরম ও যানজট উপেক্ষা করে নদীপথেও হাজার হাজার মানুষ ঢাকা ছাড়ছেন। রাজধানীতে কর্মব্যস্ততার চাপে থাকা মানুষের কাছে ঈদে বাড়ি ফেরাটা আনন্দের। তাই ঈদযাত্রার এই স্রোতে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সবাই এক লাইনে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ছবি তুলেছেন দীপু মালাকার
