শরীয়তপুর, নওগাঁ ও নারায়ণগঞ্জের মধ্য দিয়ে শেষ হলো জিপিএ-৫ উৎসব

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান জিপিএ–৫ উৎসব। প্রথম আলোর উদ্যোগ আর শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় ৬৪ জেলার আয়োজনের শেষ অংশ হিসেবে আজ শনিবার শরীয়তপুর, নওগাঁ ও নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো কৃতী শিক্ষার্থীদের এই বর্ণিল সংবর্ধনা। সেই বর্ণিল উৎসব নিয়েই এ আয়োজন।

শরীয়তপুরে শিখো-প্রথম আলো জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠানের অবসরে প্রথম আলো পড়ছেন এক অভিভাবক। পৌরসভা মিলনায়তন, শরীয়তপুর, ১৩ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
অনুষ্ঠানের হলে প্রবেশের আগে কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দেওয়া হচ্ছে। পৌরসভা মিলনায়তন, শরীয়তপুর, ১৩ সেপ্টেম্বর
ক্রেস্ট হাতে কৃতী শিক্ষার্থীরা। পৌরসভা মিলনায়তন, শরীয়তপুর, ১৩ সেপ্টেম্বর
অনুষ্ঠানের কুইজে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। পৌরসভা মিলনায়তন, শরীয়তপুর, ১৩ সেপ্টেম্বর
নওগাঁয় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তন, নওগাঁ, ১৩ সেপ্টেম্বর
ক্রেস্ট হাতে নওগাঁর কৃতী শিক্ষার্থীরা। সদর উপজেলা পরিষদ মিলনায়তন, নওগাঁ, ১৩ সেপ্টেম্বর
কুইজে বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা। সদর উপজেলা পরিষদ মিলনায়তন, নওগাঁ, ১৩ সেপ্টেম্বর
আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শিল্পীরা। সদর উপজেলা পরিষদ মিলনায়তন, নওগাঁ, ১৩ সেপ্টেম্বর
নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় জাতীয় সংগীত পরিবেশন করছে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তন, নারায়ণগঞ্জ, ১৩ সেপ্টেম্বর
জাতীয় সংগীতের সময় অতিথি ও শিক্ষার্থীরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তন, নারায়ণগঞ্জ, ১৩ সেপ্টেম্বর
থিম সংয়ের সঙ্গে নৃত্য পরিবেশন করছেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সদস্যরা। সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তন, নারায়ণগঞ্জ, ১৩ সেপ্টেম্বর
নৃত্য পরিবেশনা করছে কৃতী শিক্ষার্থীরা। সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তন, নারায়ণগঞ্জ, ১৩ সেপ্টেম্বর
সংগীত পরিবেশন করছে দুই কৃতী শিক্ষার্থী। সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তন, নারায়ণগঞ্জ, ১৩ সেপ্টেম্বর
সংগীত পরিবেশন করছেন জাহিদ অন্তু। সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তন, নারায়ণগঞ্জ, ১৩ সেপ্টেম্বর
নারায়ণগঞ্জে শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ফটোফ্রেমে ছবি তুলছে। সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তন, নারায়ণগঞ্জ, ১৩ সেপ্টেম্বর