রাজধানীতে চলছে টানা গ্যাস–সংকট। তিতাস গ্যাসের স্বল্পতা ও এলপিজি সিলিন্ডারের ঘাটতির কারণে জনজীবন চরম ভোগান্তিতে। ফলে রাজধানীবাসী নিম্ন আয়ের লোকজন বাধ্য হয়ে মাটির চুলায় রান্না করছেন। মধ্যবিত্তরা বৈদ্যুতিক চুলাকে বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন। আর যদি সিলিন্ডার পেয়েও যান, তাহলে কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকার ভোগান্তির চিত্র নিয়ে এই ছবির গল্প