রাজধানীতে গ্যাস–সংকট

রাজধানীতে চলছে টানা গ্যাস–সংকট। তিতাস গ্যাসের স্বল্পতা ও এলপিজি সিলিন্ডারের ঘাটতির কারণে জনজীবন চরম ভোগান্তিতে। ফলে রাজধানীবাসী নিম্ন আয়ের লোকজন বাধ্য হয়ে মাটির চুলায় রান্না করছেন। মধ্যবিত্তরা বৈদ্যুতিক চুলাকে বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন। আর যদি সিলিন্ডার পেয়েও যান, তাহলে কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকার ভোগান্তির চিত্র নিয়ে এই ছবির গল্প

বাজারে বেশির ভাগ দোকানেই নেই এলপিজি সিলিন্ডার। যেখানে আছে, সেখানেও দাম চাওয়া হচ্ছে অনেক বেশি। তাই নিম্নবিত্ত পরিবারের মানুষজন এখন মাটির চুলাকেই বিকল্প হিসেবে বেছে নিয়েছেন। ৪ জানুয়ারি সকালে মদিনানগর, মাতুয়াইল, ডেমরা এলাকায়
ছবি: মীর হোসেন
এলপিজি গ্যাসের সিলিন্ডার রিফিলের জন্য ঘোড়াশালে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। ৪ জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজার এলাকায়
রাজধানীতে তিতাসের পাইপলাইনেও নেই গ্যাস। তাই মাটির চুলাতেই চলছে রান্নার কাজ। ৫ জানুয়ারি মহাখালী সাততলা বস্তিতে
বিভিন্ন জায়গা থেকে সিলিন্ডারের দাম নিয়ে অভিযোগ পাওয়ার পর প্রশাসনিক অভিযান শুরু হলে ৮ জানুয়ারি এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ধর্মঘট পালন করে। সেদিন দোকান অর্ধেক বন্ধ রেখে বসে থাকতে দেখা যায় এক কর্মচারীকে। দিনভর গ্রাহকদের ভুগিয়ে সেদিনই বিকেলে এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেন। ৮ জানুয়ারি বিকেলে চানখাঁরপুল মোড়ে আনন্দবাজারে
৮ জানুয়ারি বিকেলে ধর্মঘট প্রত্যাহারের পর এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে যান অনেকেই। ৮ জানুয়ারি বিকেলে কারওয়ান বাজার এলাকায়
পাইপলাইনে গ্যাস নেই। তাই মাটির চুলায় রান্না করছেন অনেকে। ৯ জানুয়ারি কদমতলীর পূর্ব দোলাইরপাড় এলাকায়
আমিনবাজারে পাইপলাইন ছিদ্র হওয়ায় এক সপ্তাহ ধরে কম চাপে গ‍্যাস পাচ্ছেন ঢাকাবাসী। এখন ভরসা মাটির চুলা। ১০ জানুয়ারি দুপুরে মিরপুর ১–এর ছোট দিয়াবাড়ি এলাকায়
গণভবনের সামনে গ্যাসের পাইপের ভালভ ফেটে লিকেজ দেখা দেওয়ায় ধানমন্ডি, শ্যামলী, মোহাম্মদপুর এলাকায় দেখা দিয়েছে গ্যাসের স্বল্পতা। লিকেজ সারতে কাজ করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ১০ জানুয়ারি গণভবনের সামনে দুপুর ১২টায়
রাজধানীজুড়ে তীব্র গ্যাস–সংকটে রান্নায় ভরসা হয়ে উঠছে বৈদ্যুতিক চুলা। বাজারে তাই বৈদ্যুতিক চুলার চাহিদা ব্যাপক। এসব চুলার দাম ২ হাজার থেকে ১০ হাজার টাকা। ১১ জানুয়ারি দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে
রাজধানীতে গ্যাসের সংকট তীব্র হওয়ায় বিকল্প জ্বালানি হিসেবে মাটির চুলার চাহিদা বেড়েছে। সেই চাহিদা মেটাতে বুড়িগঙ্গা নদীর পাড়ে মাটির চুলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নারীরা। ১১ জানুয়ারি কামরাঙ্গীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে
কামরাঙ্গীরচরের এক বাসিন্দা গাবতলীর এক দোকান থেকে দুটি সিলিন্ডার কিনে বাড়ি ফিরছেন। ১২ জানুয়ারি লালবাগ এলাকার বেড়িবাঁধে
রাজধানীর খিলগাঁওয়ে ছাহেরুনবাগ এলাকার এক বাসিন্দা বাড়তি দামে কিনে ব্যবহার করছেন এলপিজি গ্যাসের সিলিন্ডার। সিলিন্ডার যাতে চুরি হতে না পারে সে জন্য জানালার গ্রিলের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ১২ জানুয়ারি সকালে