বৃক্ষমেলা নিয়ে আগ্রহ

বন বিভাগের আয়োজনে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা। বৃষ্টি থাকলেও মেলার প্রথম দিনেই ভিড় করেছেন আগ্রহীরা। নিজেদের পছন্দের নানা প্রজাতির গাছ দেখতে ও কিনতে ব্যস্ত ছিলেন তাঁরা। দেশি-বিদেশি বিভিন্ন ফুল, ফল ও ঔষধি গাছ দিয়ে মেলার স্টল সাজিয়েছেন নার্সারির মালিকেরা। মেলায় ছিল ফুল–ফলসহ নানা প্রজাতির গাছ। সেসব দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা।

ফুলের ছবি তুলতে ব্যস্ত এক দর্শনার্থী
ফুলের ছবি তুলতে ব্যস্ত এক দর্শনার্থী
গাছ বাছাইয়ে ব্যস্ত একজন বৃক্ষপ্রেমী
কয়েকটি গাছ কিনেছেন একজন
ঝুলিয়ে রাখা গাছ দেখছেন এক দর্শনার্থী
প্লাস্টিকের টবে ঝুলিয়ে রাখা হয়েছে গাছ
বিক্রির জন্য প্লাস্টিকের টব সাজিয়ে রাখছেন দোকানি
মেলায় আনা গাছটির ফলে জমেছে বৃষ্টির পানি
সাজিয়ে রাখা হয়েছে ক্যাকটাস
গাছ কিনে বাড়ি ফিরছেন দুই বৃক্ষপ্রেমী