গোমতী নদীতে মাছ শিকার

প্রতিবছরের মতো গোমতী নদীতে দুই দিনব্যাপী মাছ শিকার উৎসবের শেষ দিন ছিল গতকাল সোমবার। কুমিল্লার আদর্শ সদর উপজেলার টিক্কার চর ব্রিজ থেকে চানপুর বেইলি ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটারজুড়ে চলেছে মাছ শিকার উৎসব। প্রথম আলোর কুমিল্লার ফটোসাংবাদিক এম সাদেক গতকাল সকালে এই উৎসবের ছবি তোলার সময় অসুস্থতা বোধ করেন। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গোমতীতে মাছ শিকার নিয়ে এম সাদেকের কর্মজীবনের শেষ দিনের ছবি নিয়ে আজকের ছবির গল্প।

বিভিন্ন স্থান হতে আসা মানুষ মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন।
বিভিন্ন স্থান হতে আসা মানুষ মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন।
নানা বয়সী মানুষ মাঠে একত্রিত হচ্ছেন।
সবার গন্তব্য গোমতী নদীর দিকে।
কেউ পানিতে নেমেছেন, কেউবা তীরে প্রস্তুতি নিচ্ছেন।
দল বেঁধে পানিতে নামা।
সারিবদ্ধ হয়ে মাছ ধরা।
পলো/খলই নিয়ে দল বেঁধে মাছ ধরা।
নদীর এক দিক থেকে সারিবদ্ধ হয়ে মাছ ধরেন শিকারিরা।
নদীতে মাছ ধরছেন শিকারিরা।
কেউ মাছ ধরছেন, কেউ রাখছেন।
নদীতে মাছ ধরে পানিতে ব্যাগে রাখছেন দুই শিকারি।
দিনভর চলে এই মাছ ধরা।
কিছু স্থানে জমে থাকা কচুরিপানার নিচে মাছ ধরার চেষ্টা।
পলোতে ধরা বোয়াল মাছ।
মাছ পেয়ে উচ্ছ্বসিত যুবক।
পলোতে করে মাছ নিয়ে ঘরে ফেরা।
নদীতে মাছ ধরতে ধরতে এগোচ্ছেন শিকারিরা।