প্রতিবছরের মতো গোমতী নদীতে দুই দিনব্যাপী মাছ শিকার উৎসবের শেষ দিন ছিল গতকাল সোমবার। কুমিল্লার আদর্শ সদর উপজেলার টিক্কার চর ব্রিজ থেকে চানপুর বেইলি ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটারজুড়ে চলেছে মাছ শিকার উৎসব। প্রথম আলোর কুমিল্লার ফটোসাংবাদিক এম সাদেক গতকাল সকালে এই উৎসবের ছবি তোলার সময় অসুস্থতা বোধ করেন। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গোমতীতে মাছ শিকার নিয়ে এম সাদেকের কর্মজীবনের শেষ দিনের ছবি নিয়ে আজকের ছবির গল্প।