ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০২৫ ও ২৩তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই উৎসবে যোগ দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে উৎসবের ২৩তম পর্বের উদ্বোধন হয়। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে। দুই দিনের এই আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব হবে আগামীকাল শনিবার।
