পুষ্টি–প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব–ঢাকা পর্ব

পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০২৩–এর ঢাকার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হলো রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে। এই উৎসব অনুষ্ঠিত হয় গতকাল শনিবার । এই পর্বে মিরপুর-ক্যান্টনমেন্ট এলাকার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।

বিতর্ক শেষে নয়জন বিচারকের মধ্যে পাঁচ বিচারকের ভোটে সেরা হয়েছে রাজধানী শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। আর পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবে রাজধানীর মিরপুর-ক্যান্টনমেন্ট এলাকার আঞ্চলিক পর্বে ফাইনালে রানার্সআপ হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। দিনভর এ আয়োজনের নানা কার্যক্রম নিয়ে এবারের ছবির গল্প।

শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বিতর্ক উৎসব
জাতীয় সংগীতের সময় মিলনায়তনে উপস্থিত সুধী ও শিক্ষার্থীরা দাঁড়িয়ে সম্মান জানান
মাদককে ‘না’ বলার শপথ করান মনোচিকিৎসক অধ্যাপক আহমেদ হেলাল
এ সময় অনুষ্ঠানে উপস্থিত সবাই দুই হাত তুলে মাদককে ‘না’ বলার শপথে অংশ নেন
বিতর্ক–সংশ্লিষ্ট প্রশ্নোত্তর পর্বে এক শিক্ষার্থী
ফাইনাল বিতর্ক
বিতর্কের একটি মুহূর্ত
চলছে বক্তব্য উপস্থাপন
পর্যায়ক্রমে আরেক পক্ষের বক্তব্য উপস্থাপনের পালা
মিলনায়তনে কুইজে মগ্ন শিক্ষার্থীরা
চলছে বিতর্ক
পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০২৩-এ পুরস্কার বিজয়ীদের সঙ্গে অতিথি ও বিচারকেরা