পবিত্র ঈদুল আজহায় কোরবানির পর চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় চামড়ার মৌসুমি হাট বসে। বাড়ি বাড়ি গিয়ে পশুর চামড়া সংগ্রহ করেন মৌসুমি ব্যবসায়ীরা। পরে তা বিক্রি করেন আড়তদারদের কাছে। কিন্তু তাঁরা বলছেন, ন্যায্য দাম পাচ্ছেন না। চট্টগ্রামের চৌমুহনী এলাকায় বসেছে সবচেয়ে বড় হাট। লোকজন রিকশা, ভ্যান, পিকআপে করে চামড়া নিয়ে আসছেন। চলছে দরদাম। দামে বনলে চামড়া কেনা হচ্ছে, না হলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ছবি তুলেছেন জুয়েল শীল।