কল্পনায় যত রং আঁকা যায়, প্রজাপতিরও যেন তত রং। বাহারি কারুকাজযুক্ত রঙিন ডানাওয়ালা পতঙ্গগুলো শীতের সময়ে বিভিন্ন ফুলে–ফলে ঘুরে বেড়ায়। তবে চিরহরিৎ বন, গভীর বন, ঝোপঝাড় ও গ্রামীণ বনের হরেক রকম লতাগুল্মে এদের বেশি দেখা যায়। চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে তোলা প্রজাপতির ছবি নিয়ে এবারের ছবির গল্প।