প্রজাপতির যত রং

কল্পনায় যত রং আঁকা যায়, প্রজাপতিরও যেন তত রং। বাহারি কারুকাজযুক্ত রঙিন ডানাওয়ালা পতঙ্গগুলো শীতের সময়ে বিভিন্ন ফুলে–ফলে ঘুরে বেড়ায়। তবে চিরহরিৎ বন, গভীর বন, ঝোপঝাড় ও গ্রামীণ বনের হরেক রকম লতাগুল্মে এদের বেশি দেখা যায়। চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে তোলা প্রজাপতির ছবি নিয়ে এবারের ছবির গল্প।

বাহারি রঙের নকশা করা প্রজাপতির পাখা। এদের বিচরণ সব জায়গায়।
বাহারি রঙের নকশা করা প্রজাপতির পাখা। এদের বিচরণ সব জায়গায়।
ফুলগাছের ঢালে বসে রস খাচ্ছে একটি প্রজাপতি, উড়ে আসছে আরেকটি।
সাদা-কালো প্রজাপতিটি ফুলের রস খাচ্ছে।
বিলের ঝোপঝাড়ে দেখা গেল বাহারি রঙের প্রজাপতিটিকে।
কালো ও হালকা মেহেদি রঙের মাঝে প্রজাপতির শরীরে সাদা ফোঁটা। এ যেন শিল্পীর তুলিতে আঁকা নকশা।
রঙ্গন ফুল থেকে মধু খাচ্ছে হলুদ প্রজাপতি।
ময়ূরের পাখার মতো প্রজাপতিটি ফুলগাছের পাতায় বিশ্রাম নিচ্ছে।
রস খেতে এক গাছ থেকে আরেক গাছে উড়ে বেড়াচ্ছে প্রজাপতিটি।
উড়ে উড়ে ক্লান্ত প্রজাপতি পাতায় বসে বিশ্রাম নিচ্ছে।
রাধাচূড়া ফুলের রস খেতে এসেছে সবুজ রঙের এই প্রজাপতি।