বড়দিনের রঙিন সাজসজ্জা

আর একদিন পরই বড়দিন। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিশ্বজুড়ে মহা ধুমধামে উদ্‌যাপিত হবে এই উৎসব। দেশেও চলছে প্রস্তুতি। এরই মধ্যে চট্টগ্রামের হোটেল–মোটেলগুলো বড়দিনের সাজে সেজে উঠেছে। কোথাও ক্রিসমাস ট্রি, কোথাও সান্তা ক্লজ, কোথাও–বা তুষারের ঘর বানিয়ে সাজানো হয়েছে, সাজিয়ে রাঙানো হচ্ছে। বানানো হচ্ছে বড়দিনের কেক–পিঠা। বড়দিনের সাজসজ্জা ও আয়োজনের ছবিগুলো গতকাল তোলা।

হোটেল আগ্রাবাদের লবিতে বড়দিনের সাজসজ্জা
হোটেল আগ্রাবাদের লবিতে বড়দিনের সাজসজ্জা
বড়দিন উপলক্ষে সাজাচ্ছেন হোটেল আগ্রাবাদের একজন কর্মী
ক্রিসমাস ট্রি আর নানা রঙের অনুষঙ্গে সাজিয়ে তোলা হয়েছে হোটেল পেনিনসুলা
হোটেল পেনিনসুলার প্রবেশপথেও রয়েছে রঙিন সাজসজ্জা
শেষ মুহূর্তের সাজসজ্জায় ব্যস্ত হোটেল পেনিনসুলার একজন কর্মী
হোটেল পেনিনসুলায় ক্রিসমাস ট্রি থেকে ঝুলছে রঙিন অনুষঙ্গ
বড়দিন উপলক্ষে বানানো বাহারি কেক পাওয়া যাচ্ছে হোটেল পেনিনসুলায়