নজরকাড়া ফ্যাশন শো

চট্টগ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘কালার কাস্ট ফ্যাশন ফেস্টিভ্যাল’-এর দ্বিতীয় আসর। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মেজবান হলে এই আয়োজন করা হয়। এতে ‘মিরনস, ‘রুপা ফ্যাশন সিটিজি’ ও ‘বিশ্বরঙ’সহ বিভিন্ন খ্যাতিমান ফ্যাশন হাউসের পোশাক পরে হাঁটেন মডেলরা। বর্ণাঢ্য এ আয়োজনে নজর কেড়েছে অনুষ্ঠানে আসা দর্শকদের। উৎসবের একপর্যায়ে মঞ্চে আসেন অভিনেত্রী অপি করিম। তাঁকে দেখে উচ্ছ্বাসে ভাসেন দর্শকেরা। গানের তালে কিউতে হেঁটে এই অভিনেত্রীও দর্শকের মন জয় করেন।

কিউয়ের শুরুতে এমন রঙিন পোশাক নিয়ে আসেন এক মডেল
কিউয়ের শুরুতে এমন রঙিন পোশাক নিয়ে আসেন এক মডেল
সালোয়ারে হাঁটছেন একজন
লাল পোশাকে নজর কাড়েন একজন
স্কার্ট পরে হাঁটছেন এক মডেল
সালোয়ার আর পাঞ্জাবিতে একসঙ্গে দুই মডেল
সারিবদ্ধভাবে হাঁটছেন বেশ কয়েকজন মডেল
নাচ পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা
বউয়ের সাজে একজন
একসঙ্গে তিন মডেল
বাটিকের পোশাকে মডেলরা
বিশ্বরঙের প্রতিষ্ঠাতা বিপ্লব সাহার সঙ্গে অপি করিম