চট্টগ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘কালার কাস্ট ফ্যাশন ফেস্টিভ্যাল’-এর দ্বিতীয় আসর। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মেজবান হলে এই আয়োজন করা হয়। এতে ‘মিরনস, ‘রুপা ফ্যাশন সিটিজি’ ও ‘বিশ্বরঙ’সহ বিভিন্ন খ্যাতিমান ফ্যাশন হাউসের পোশাক পরে হাঁটেন মডেলরা। বর্ণাঢ্য এ আয়োজনে নজর কেড়েছে অনুষ্ঠানে আসা দর্শকদের। উৎসবের একপর্যায়ে মঞ্চে আসেন অভিনেত্রী অপি করিম। তাঁকে দেখে উচ্ছ্বাসে ভাসেন দর্শকেরা। গানের তালে কিউতে হেঁটে এই অভিনেত্রীও দর্শকের মন জয় করেন।