চট্টগ্রাম নগরে কাপাসগোলায় ১৮ এপ্রিল বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত রিকশা হিজড়া খালে পড়ে ছয় মাসের এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ। একসময় অলিগলিতে অল্প কিছু রিকশা চলতে দেখা গেলেও দুই বছর ধরে বেপরোয়া এই যান দাপিয়ে বেড়াচ্ছে নগরের মূল রাস্তা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সিএমপির চারটি ট্রাফিক জোন সূত্রে জানা গেছে, এপ্রিলের ২২ দিনে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং হয়েছে ২ হাজার ৮৯৬টি। এসব গাড়ি সিএমপির মুনসুরাবাদ ডাম্পিং স্টেশনে রাখা হয়েছে।