ঢাকা বিভাগের বিভিন্ন জেলার খুদে শিক্ষার্থীদের পদচারণে মুখর মিরপুরের গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট। কুয়াশাঢাকা শীতের সকালে পরীক্ষা দিতে হাজির হাজার হাজার শিক্ষার্থী। আজ শুক্রবার রাজধানীর এই শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে ২৩তম গণিত উৎসবের ঢাকা আঞ্চলিক পর্ব। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব।
