ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরে পোশাক কারখানায় প্রতিদিন ছেঁটে ফেলা হয় অপ্রয়োজনীয় কাপড়। সুতার তৈরি গেঞ্জির পরিবর্তে ঝুট হিসেবে পরিচিত এসব কাপড়ের গেঞ্জি বানানো হয়। পাবনার হোসিয়ারি শিল্পে ছোট-বড় বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে এভাবে।
হাসান মাহমুদ পাবনা
ভ্যানে করে কারখানায় নেওয়া হচ্ছে ঝুট কাপড়। গাছপাড়া, পাবনা।
বিজ্ঞাপন
কারখানায় আনা ঝুট কাপড় বাছাই করা হচ্ছে ।বাংলাবাজার, পাবনা।
বিজ্ঞাপন
রং করার পর রোদে শুকাতে দেওয়া হয়েছে ঝুট কাপড়। চর ঘোষপুর, পাবনা। রঙিন ঝুট কাপড় রোদে শুকাতে দিয়ে অপেক্ষা করছেন দুই নারী। শিবরামপুর, পাবনা।পথের পাশেও রোদে শুকানো হচ্ছে ঝুট কাপড়। ঘোষপুর সড়ক, মুজিব বাঁধ, পাবনা। কারখানায় গেঞ্জির মাপে কাটা হচ্ছে ঝুট কাপড়। বাংলাবাজার, পাবনা। একদিকে চলছে কাটাকাটি, অন্যদিকে সেলাই। বাংলাবাজার, পাবনা।ঝুট কাপড় থেকে তৈরি গেঞ্জি বস্তায় ভরে তোলা হচ্ছে ট্রাকে। দিলালপুর, পাবনা।