Thank you for trying Sticky AMP!!

রমনা বটমূলে গানে গানে বর্ষবরণ

রমনা বটমূলে প্রতিবছরের মতো বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে সুরে সুরে বরণ করা হলো বাংলা নববর্ষ ১৪৩১। সবাই মিলে গাইল আঁধার রজনী পোহানোর গান। ঋতুভিত্তিক এই অসাম্প্রদায়িক উৎসবে অংশ নেন দেশের ধর্ম, বর্ণ, গোত্র, ধনী, নির্ধননির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ।

রমনার বটমূলে প্রভাতের প্রথম আলোয় সুরে সুরে বরণ করা হলো বাংলা ১৪৩১।
বর্ষবরণের অনুষ্ঠান দেখতে আসে বিদেশি নাগরিকেরাও।
অভিভাবকদের সঙ্গে এসেছিল শিশুরাও।
লাল-সাদা পোশাকে অনুষ্ঠানে অংশ নেন মানুষ।
একক সংগীত পরিবেশন করেন চন্দনা মজুমদার।
মাথায় ফুলের তৈরি টায়রা পরে সেজেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারী।
অনুষ্ঠানে অংশ নেন সব বয়সী মানুষ।
গালে শুভ নববর্ষ লিখে অনুষ্ঠানে এসেছে এক শিশু।
নববর্ষ কথন পাঠ করলেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
জাতীয় সংগীত পরিবেশনের সময় শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন রমনায় বর্ষবরণে আসা সবাই।