দুই সহপাঠীর চুড়ি–ফিতার ব্যবসা

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের দুই সহপাঠী মিলন মাহমুদ ও সুবর্ণা হোসেন। পড়াশোনার পাশাপাশি তাঁরা স্বনির্ভর হতে উদ্যোগী হয়েছেন। গত রমজানে তাঁরা প্রথমে ইফতারসামগ্রী বিক্রি করেন। এখন কলেজ চত্বরে বিক্রি করছেন চুড়ি-ফিতা। বেচাবিক্রিও হচ্ছে বেশ। এ নিয়ে ছবির গল্প।

মিলন মাহমুদ ও সুবর্ণা হোসেনের চুড়ি-ফিতার পসরা।
মিলন মাহমুদ ও সুবর্ণা হোসেনের চুড়ি-ফিতার পসরা।
নানা রং ও ধরনের চুড়ি সাজিয়ে রাখা হয়েছে।
মেয়েদের চুল বাঁধার ব্যান্ড।
সাজিয়ে রাখা হয়েছে হরেক রকমের চুড়ি।
বিক্রি হওয়া পণ্যের দাম নিচ্ছেন মিলন মাহমুদ।
চুড়ি-ফিতা কিনতে ক্রেতা সমাগম।
শিক্ষার্থী ক্রেতাদের চুড়ি দেখাচ্ছেন মিলন মাহমুদ।
চুড়ি-ফিতার কেনাবেচা চলছে।
ভবিষ্যতে ব্যবসা এগিয়ে নিতে চান মিলন ও সুবর্ণা।