১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন উপলক্ষে বেড়ে যায় ফুলের চাহিদা। একই সঙ্গে বাড়ে দেশের ফুলের পাইকারি বাজারগুলোয় বিকিকিনি। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুলের বাজারেও দেখা যায় একই চিত্র। যশোর-বেনাপোল মহাসড়কের পাশেই এ বাজার আজ ১৩ ফেব্রুয়ারি ছিল ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে সরগরম।
