রাজধানীতে বৃষ্টিতে বিপাকে চলাচলকারীরা

রাজধানীতে মঙ্গলবার সকাল থেকে রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুরের পর নামে বৃষ্টি। প্রথমে ঝিরি ঝিরি হলেও সময় গড়াতেই মেঘ কালো আকাশে নামে অঝোরে বৃষ্টি। বিপাকে পড়েন পথচলা মানুষেরা। বিভিন্ন যানবাহনে গন্তব্যের উদ্দেশে ছুটতে থাকে মানুষ। এ সময় ঢাকার কদম ফোয়ারা মোড় ও ফার্মগেট মোড় এলাকার চিত্র কেমন ছিল, তা দেখে নিই।

পিকআপের ছাদে মালামাল রক্ষায় ব্যস্ত শ্রমজীবীরা। কদম ফোয়ারা মোড়, ঢাকা
ছবি: মীর হোসেন
ঝুম বৃষ্টিতে ছাতা মাথায় মোটরসাইকেলে ছুট। কদম ফোয়ারা মোড়, ঢাকা
বৃষ্টি কমল না বাড়ল, তা তো বোঝার চেষ্টা রিকশাচালকের। কদম ফোয়ারা মোড়, ঢাকা
ঝুম বৃষ্টিতে এক নারী অটোরিকশাচালকের যাত্রা। কদম ফোয়ারা মোড়, ঢাকা
বৃষ্টি থেকে মাথা রক্ষার চেষ্টা। ফার্মগেট মোড় এলাকা, ঢাকা
রেইনকোটে নিজেকে ঢেকে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা এক পথচারীর। ফার্মগেট মোড় এলাকা, ঢাকা
বৃষ্টি ও বাতাসে ছাতা হাতে রাখাই কঠিন হয়ে পড়েছে। ফার্মগেট মোড় এলাকা, ঢাকা
বৃষ্টিতে যান চলাচল ব্যাহত হয়ে দেখা দিয়েছে যানজট। এর মধ্য দিয়ে ছাতা মাথায় তড়িঘড়ি সড়ক পারাপার। ফার্মগেট মোড় এলাকা, ঢাকা
ছাতা মাথায় দুই পথচারী চলছেন। ফার্মগেট মোড় এলাকা, ঢাকা