প্রকৃতি কখনো স্থির থাকে না। আকাশ, পাহাড় আর মেঘ যেন প্রতিদিন নতুন রূপে ধরা দেয়। কখনো কখনো পাহাড় ঢেকে যায় কালো মেঘে, কখনো আকাশের ফাঁকে উঁকি দেয় নরম রোদ। কোথাও আবার হাওয়ায় ভেসে বেড়ায় তুলার মতো মেঘ। আকাশপটে এই রংবদলের খেলা প্রকৃতির চিরচেনা রূপ। আকাশ-পাহাড় আর মেঘের দিকে চোখ রাখলেই বোঝা যায়, প্রকৃতি প্রতিমুহূর্তে গল্প বলে যাচ্ছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার কাটাখাল, শ্রীপুর, রাংপানি ও কোম্পানীগঞ্জের লামনী গাঁওয়ের আকাশ, পাহাড় আর মেঘের ক্যানভাস নিয়ে ছবির গল্প