Thank you for trying Sticky AMP!!

ম্রো জনগোষ্ঠীর চাংক্রান উৎসব

বান্দরবানে পালিত হলো ম্রো জনগোষ্ঠীর চাংক্রান উৎসব। বান্দরবান সদর উপজেলার টঙ্কাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড বাজার সরকারি প্রাথমিক স্কুলমাঠে এ উৎসব উদ্‌যাপন করা হয়। এ সময় বিভিন্ন পাড়া থেকে আসা দল অংশ নেয় ম্রো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাঁশি নৃত্যে। নেচে-গেয়ে বর্ষবরণের উল্লাসে মেতে ওঠেন স্থানীয় তরুণ-তরুণীরা। ম্রো জনগোষ্ঠীর সবচেয়ে জনপ্রিয় খেলা ‘তকেট’। এতে অংশগ্রহণকারীরা তাদের শক্তিমত্তা প্রদর্শন করে। এ খেলায় অংশ নেন মূলত তরুণেরা। উৎসব উপলক্ষে সকালে ম্রোদের ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে হস্তশিল্প, সুতা তৈরি, পুঁতির মালা তৈরি, তকেট খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আনন্দ-উদ্দীপনা আর সাংস্কৃতিক বৈচিত্র্যে বর্ণিল হয়ে উঠেছে পুরো পার্বত্য জেলা বান্দরবান। গত মঙ্গলবার সকালে এ উৎসব অনুষ্ঠিত হয়।

নাচের আগে গয়না ঠিকঠাক করছেন ম্রো নারীরা।
বাঁশি হাতে বসে আছেন ম্রো পুরুষেরা।
বাঁশির সুরের সঙ্গে নৃত্য পরিবেশন করছে ম্রো নারীরা।
জনপ্রিয় খেলা শক্তিমত্তা প্রদর্শন করা ‘তকেট’ খেলায় অংশ নেওয়া দুই তরুণ।
শক্তিমত্তা প্রদর্শন করার খেলা দেখছেন দর্শনার্থীরা।
ম্রোদের ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রতিযোগিতা চলছে।  
বাঁশের ঝুড়ি তৈরিতে ব্যস্ত এক ম্রো পুরুষ।
মায়ের কোলে এক ম্রো শিশু।